মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এ বাজেট ঘোষনা করেন। বাজেটে রাজস্ব প্রাপ্তি দেখানো হয়েছে ৩ কোটি। উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৯৯ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সাফিয়া আক্তার হেলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, শামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আলাউদ্দিন, মীর খোরশেদ আলম, শামসুল ইসলাম মামুন, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মোঃ শাহাবউদ্দিন, অলিউল্লাহ, চৌধুরী ফজলে ইমাম সুমন, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আইয়ুব খান প্রমুখ।