স্টাফ রিপোর্টার ॥ শহরের যশেরআব্দা এলাকায় অবস্থিত ‘খাজা মইনুদ্দিন চিশতী (র:) এর খানকা’ দখলের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই এলাকার কয়েকজন বিরুদ্ধে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ‘খাজা মইনুদ্দিন চিশতী (র:) এর খানকা’ এর খাদেম ফকির মোঃ আব্দুল ছুবহান ভান্ডারী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগে এ দাবী করেন।
অভিযোগে বলা হয়, স্বত্ব দখলীয় ভূমিতে ১৩ বছর যাবৎ ফকির মোঃ আব্দুল ছুবহান ভান্ডারী খানকা শরীফ রক্ষানবেক্ষণ করে আসছেন। প্রতি বছরের রজব মাসে খাজা মঈনুদ্দিন স্মরণে এখানে ভক্তরা সমবেত হন। কিন্তু অভিযুক্তরা ওই ভূমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।