বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা আইন শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাহুবল অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দূর্গাপূজার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও পূজায় মাদক সেবন বন্ধ, আযান এবং নামাজ চলাকালিন সময়ে মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক নিখিল সাহা, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, মাওলানা তাজুল ইসলাম, রনধীর চক্রবর্তী, রাখেশ পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।