প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার উদ্যোগে নব প্রতিষ্ঠিত আল-মদিনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আল-মদিনা জামে মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল-মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজ্বাদা সাহেব কিবলা সিরাজ নগরী। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা মোশাহিদ আলী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা এস এম তাহের খান সহ সুন্নী জামায়াতের উলামায়ে কেরাম ও চুনারুঘাট বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ।