স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় শহরের টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ রেজাউল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মোঃ মিসির আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য গাজী মোঃ সাহেদ, এডভোকেট মোঃ অলিউল্লাহ সারোয়ার সৌরভ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সদস্য মোঃ আবুল কাসেম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ হাসান, সদস্য কাওছার আহমেদ রুমেল, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল রায়, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গাফ্ফার মিলাদ, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, লাখাই উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ শাকিল। সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের হবিগঞ্জ জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্পূর্ণ করে সম্মেলন করার আহ্বান জানান বক্তারা।