অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১ অক্টোবর শনিবার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন দেউন্দি পুলিশ চেকপোষ্ট সংলগ্ন দেউন্দি হতে বরমপুর বাজারগামী পাকা রাস্তার ১নং কালভার্টের উপর অভিযান পরিচালনা করে মোঃ সাগর আহাম্মেদ জসিম (২৩) কে ২৪ বোতল বিদেশী মদসহ হাতেনাতে আটক করে। সাগর আহাম্মেদ চুনারুঘাট থানার ৬নং ওয়ার্ড, গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সাদেক মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।