বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বহিরাগত ও ঔষধ কোম্পানীর দখলে মাধবপুরের সরকারি হাসপাতাল

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভিড় করছেন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি ও রোগীদের সঙ্গে অনধিকার চর্চাই হচ্ছে তাদের প্রধান কাজ। এতে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তি পোহাচ্ছে। রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকরা কোনো পরীক্ষার কথা লিখেছেন কি না- তা জানতে ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন বহিরাহত লোকজন। জোর করেই রোগীদেরকে নিজেদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে চান তারা। এছাড়া চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ামাত্রই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীর চারদিকে ভিড় করেন। প্রত্যেকে ব্যবস্থাপত্রের ছবি তুলে নেন।
বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এমন আচরণে অনেকে, বিশেষ করে মুমুর্ষ রোগীর স্বজনরা বিরক্ত হলেও এ থেকে রেহাই পান না কেউ।
প্রায়ই তাদের সঙ্গে রোগীর স্বজনদের উচ্চ বাক্য বিনিময় হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় দুর্ঘটনায় আহত রোগীরা এখানে বেশি আসেন।
উপজেলার আরও প্রায় আড়াই লাখ মানুষও সরকারি এ প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল।
স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে এর আশপাশে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। প্রতিটি প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি দিনরাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন ও রোগীদের সঙ্গে অনধিকার চর্চা করেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক রোগী হাসপাতালে আসার পর বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদেরকে ভাল সেবা দেওয়ার প্রলোভন দিয়ে বাইরে নিয়ে যান। এমন ঘটনার শিকার বেশি হচ্ছেন সন্তান সম্ভবা নারীরা। প্রয়োজন ছাড়াই তাদের অস্ত্রপচার করা হয় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে। বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।
এক নারী জানান, কয়েকদিন যাবত তিনি পেটের ব্যাথায় ভুগছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের সঙ্গে কথা বলে বাইরে আসা মাত্রই এক লোক তার ব্যবস্থাপত্রটি টেনে নেন। সঙ্গে যেতে না চাইলেও তিনি জোর করে ব্যবস্থাপত্র টেনে নিয়ে যান। পরে টাকা নেই বললে তিনি সেটি রেখে অন্য রোগীর পেছনে ছুটতে থাকেন।
আরেক পুরুষ রোগীর স্বজন জানান, জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত ইনজেকশন ও স্যালাইন আনতে বলা হয়। হাসপাতাল থেকে বের হওয়ার পর এক লোক ব্যবস্থাপত্র দেখতে চান। হাসপাতালের লোক ভেবে ব্যবস্থাপত্রটি তার হাতে দিলে আরও কয়েকজন এসে একেএকে ছবি তুলতে থাকেন। রোগীর অবস্থা আশংকাজনক থাকা সত্ত্বেও এখানে অন্তত ৫ মিনিট বিলম্ব হয়। এ বিষয়ে হাসপাতালে মৌখিকভাবে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাইরে থেকে আসা দালালরা প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।
রোগীরা প্রতিদিনই এদের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও বিরক্তিকর আচরণ করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন বলেন, হাসপাতালে কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি আসার বিষয়টি জানতে পেরেছি। তারা যেন না আসতে পারে এ ব্যাপারে কর্মরতদের বলে দিয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com