প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ছাত্র শিবির নবীগঞ্জ উপজেলার পশ্চিম শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে শেরপুর রোডস্থ সালামতপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি তারেকুল ইসলাম ও তালহা রাজুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশাহিদ আলী, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর ক্বাজী মহসিন আলী, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পৌর জামায়াতের আমীর সাইদুল হক চৌধুরী সাদিক, হবিগঞ্জ জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান খান, বিশিষ্ট শিক্ষাবিদ সুহেল আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জি পি এ ৫ প্রাপ্ত ছাত্র ওবায়দুর রহমান।