স্টাফ রিপোর্টার ॥ ছিলেন মধ্যপ্রাচ্যের একজন প্রবাসি। পরবর্তীতে যোগদেন বিএনপিতে। কিন্তু সরকার পরিবর্তনের হাওয়ায় বদলে যায় দল। রাতারাতি হয়ে যান উপজেলা আওয়ামীলীগ নেতা। বলছি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা মোঃ তফছির মিয়ার কথা। এমনই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে। গতকাল শুক্রবার অভিযোগটি দায়ের করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলী আমজাদ তালুকদার। অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে মোঃ তফছির মিয়া ভাগ্য বদলের জন্য মধ্যপ্রাচ্যে যায়। কয়েক বছর সেখানে থাকার পর এরশাদ বিরোধী আন্দোলনের শেষের দিকে শিবপাশা গ্রামে এসে তিনি বসবাস শুরু করেন। এ সুযোগে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। গ্রাম্য রাজনীতিতেও তার আবির্ভাব ঘটে। আর এতে করে প্রায় দুই ডজনেরও অধিক মামলায় জড়িয়ে পড়েন তিনি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের হাত ধরে যোগদেন বিএনপিতে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলনে তফছির মিয়া আহবায়ক হিসেবে সম্মেলনের সভাপতিত্ব করেন। পরবর্তীতে ওই সম্মেলনের পর ঘোষিত কমিটিতে মনোনীত হন ৪নং সহ-সভাপতি। ২০০০ সালে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে বিএনপির আহবায়ক মোশাহিদ আহমদ খান সভাপতিত্ব করেন। ঘোষিত কমিটিতে তফছির মিয়ার নাম আবারো ৪নং সহ-সভাপতি হিসেবে আসে। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তফসির মিয়া স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় একচ্ছত্র রাজত্ব কায়েম করেন। পরে ২০১৩ সালে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সরাসরি উপজেলা আওয়ামীলীগের কমিটিতে ৭নং সহ-সভাপতি হয়। পরবর্তীতে ২০১৬ সালের ইউপি নির্বাচনে তফছির মিয়া নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হয়। এছাড়াও বর্তমান সময়েও বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে তার সখ্যতা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাই বিষয়গুলো আমলে নিয়ে দলে অনুপ্রবেশকারীদের বিতারতি করে পরিচ্ছন্ন আ’লীগ গঠনের দাবী জানানো হয়।