স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ত্রুটিপূর্ণ পিডিবির লাইন মেরামত করার কারণে আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। জানা যায়, সামান্য বৃষ্টি ও বাতাস এলেই হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত চলে যায়। ঘন্টার পর ঘন্টা শহরবাসী বিদ্যুতবিহীন থাকেন। এতে করে গরমের মধ্যে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এসব কারণে বারবার পিডিবির অভিযোগ কেন্দ্রে বলার পরও তারা কোনো ব্যবস্থা নেননি। নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ লাইন মেরামত ও গাছপালা কাটার জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময়ের পরিবর্তন হতে পারে।