চুনারুঘাট প্রতিনিধি ॥ নতুন কর আরোপ ছাড়াই চুনারুঘাট পৌরসভায় ১৫কোটি ৯৫লাখ ৭৩ হাজার ৫’শত ৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী। বাজেটে রাজস্ব আয় হিসেবে ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ১৮ হাজার ১’শ ৬৫টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৬৯ লাখ ৫৫ হাজার ৪’শ ২৮ টাকা। সরকারী ও বিশেষ মঞ্জুরী ৫ কোটি ৬০ লাখ টাকা, নিজস্ব তহবিল ২ কোটি ৪০লাখ টাকা। বাজেট ঘোষণাকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাউন্সিলরগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।