নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বকাপ ফুটবল খেলার বিশতম আসরে জনপ্রিয় দল আর্জেন্টিনা গত বুধবার রাতে নাইজেরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে প্রথম রাউন্ডের গ্র“ফ চ্যাম্পিয়ান হয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ায় নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে। এ আনন্দ উপভোগ্য করে তোলতে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা এক মতবিনিমিয়ে মিলিত হন। আমরা আর্জেন্টিনা সমর্থক দলের সভাপতি সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, আর্জেন্টিনা সমর্থক দলের সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, শিক্ষক মোঃ রুবেল মিয়া, মোঃ আশফাকুজ্জামান, আবুল কালাম আজাদ, বানীপদ রায়, রতন লাল রায়, দিপক রায় বোরন, মুক্তাদির মিয়া, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস (মার্কুলী), রিপ্টু তালুকদার, সুকমল দাস, রিপন সরকার প্রমূখ। সমর্থকরা বলেন, বিশ্বের জনপ্রিয় এ খেলার আসরে ফুটবলের ঈশ্বরখ্যাত সাবেক তারকা ম্যারাডোনা এবং বর্তমান তারকা মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সফলতার চুড়ায় স্থান করে নিবে এটাই্ সমর্থকদের বিশ্বাস ।