স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ঢাকা রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস চলাচলের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির যাত্রীসেবা নিশ্চিতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।