স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর মোড়ে দ্রুতগামী বিরতিহীনের ধাক্কায় একটি যাত্রীবাহি নোহা ধুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ওই সড়ক বন্ধ করে স্থানীয়রা বিক্ষোভ করেছে। বিরতিহীন বাসের বেপরোয়া ভাবে চলাচলের কারণে পরপর ওই সড়কের এক কিলোমিটারের কম দুরত্বে দুইটি দুর্ঘটনা ঘটেছে। এতে পথচারী ও যাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে। অনেকেই জানান, বিরতিহীন গাড়িগুলো সিলেট থেকে ছেড়ে এসে মহাসড়কে সময় বিলম্ব করায় নতুন ব্রীজ থেকে হবিগঞ্জ আসতে বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ যদি এখনও এর বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস রং সাইটে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়িকে ধাক্কা দিলে নোহাটি ধুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ দমকল বাহিনী ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়ি কেটে গুরুতর আহত চালক আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কালামকে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় যাত্রীরা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।