স্টাফ রিপোর্টার ॥ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে স্মারকবৃক্ষ রোপন করেছে শচীন্দ্র কলেজ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শচীন্দ্র কলেজ প্রাঙ্গনে কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করে প্রধানমন্ত্রি শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মো.হাবিবুর রহমান,সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, অনুপমা ভক্ত, অঞ্জন কুমার সরকার, প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান, মো. আব্দুল আহাদ খান, বিষ্ণু চন্দ্র পাল, গৌতম সরকার, মো. মঈন উদ্দিন, লতিফ হোসেন, মিহির রঞ্জন সরকার, তপন কুমার হীরা, মো. ফিরোজ মিয়া, মো. নজরুল ইসলাম খান, রঞ্জু পাল, প্রসূন আযার্চ্য, স্বপ্না আলম সুমী, সঞ্জয় কুমার দাস, মো. শাহ আলম, আঙ্গুর খান, মোহাম্মদ আব্দুল্লাহ, রুম্পা দাস, মো. জিয়াউল হক, গোপীনাথ দাশ, সুকান্ত গোপ, প্রদর্শক রেখা রাণী রায়, শরীর চর্চা শিক্ষক রনজিত দাসসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।