নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২১ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ শুভ উদ্বোধন করেছেন। ‘নবীগঞ্জ পৌরসভাকে করতে স্বনির্ভর/ আমরা সবাই দেবো কর।’ -এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর আজ ২য় দিন। পৌর নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ উদযাপিত হচ্ছে। আমি আশা করবো, এখনও যারা পৌরকর পরিশোধ করেননি তারাও আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পৌরকর প্রদান করে নবীগঞ্জ পৌরসভার অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।’ পৌরকর সেবা সপ্তাহকে সফল ও সার্থক করতে যেসব পৌরকরদাতা পৌরকর প্রদান করে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করছেন তিনি তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ ২য় দিনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, উত্তরা ব্যাংক কর্মকর্তা আল-আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক ও অরুণ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, সাটলিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা বণিক, কার্য সহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক দীপংকর সরকার, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায় ও ইকবাল হোসাইন-সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।
উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ১০ রিবেট সুবিধাসহ সম্মানীত করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ।
‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর আজ ২য় দিনেও সম্মানিত পৌরকরদাতারা স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর /২০২১ পর্যন্ত ‘পৌরকর সেবা সপ্তাহ’ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।