স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত রবিবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী যুবক ওই কিশোরীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বাংলা ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ সময় বিষয়টি রফাদফার চেষ্টা করেন স্থানীয়রা। সমাধান না হওয়ায় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।