নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মিশুক চালক আবিদুর ইসলামের (১৮) হত্যাকান্ডের ২৭ দিন পরও প্রকৃত রহস্য উদ্ঘাটিত না হওয়ায় সোমবার রাতে কানাইপুর গ্রামে ৭ গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বী নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আঃ মালিক, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, শ্রমিক নেতা মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর আঃ ছুবান, কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর নানু মিয়া, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ পৌর সভাপতি ইকবাল আহমদ বেলাল, মাসুক মিয়া, মরম আলী, কবির মিয়া, ইসমত আলী, নুরুজ্জামান ডাক্তর, মাওঃ রফি উদ্দিন, এটিএম রুবেল, সফিক মিয়া, আব্দুল বারিক, বিলাল মিয়া, সাইদুল মিয়া, মনসুর আলী মেন্টাই, আছমত আলী, আকবর আলী, বাচ্চু মিয়া, আব্দুল মতিন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, নিরীহ মিশুক চালক আবিদুর ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়। নিখোঁজের ১ মাস এবং লাশ উদ্ধারের ২৭ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন আশানুরূপ কোন তথ্য বা হত্যাকান্ডের প্রকৃত অপরাধীদের সনাক্তকরণসহ গ্রেফতার করতে পারেন নি। এছাড়া তিমিরপুর গ্রামের যে দু’টি ছেলে ঘটনার মাস পনের দিন আগে নিহত আবিদুরকে প্রাণনাশের হুমকী দিয়েছিল সে বিষয়েও পুলিশের ভুমিকা নিরব। ৭ মৌজার প্রতিবাদ সভা থেকে নিহত আবিদুর ইসলাম হত্যাকান্ডের ঘটনাটি মনিটরিং, প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপনসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষন করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে আবিদুর ইমসলাম হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেফতার এবং নিহতের সাথে থাকা মিশুক গাড়ীটি উদ্ধার করতে ব্যর্থ হলে মানব বন্ধনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দেন।