স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন রামেশ্বর গ্রামের মোঃ সাইফুল ইসলাম তার পুত্র মোঃ শফিকুল ইসলাম রুহিনকে ত্যাজপুত্র ঘোষণা করেছেন। গতকাল ২৬ সেপ্টেম্বর নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিট নং-১০৮৩ এর মাধ্যমে এ ঘোষনা দেন।
এফিডেভিটে মোঃ সাইফুল ইসলাম উল্লেখ করেন, তার পুত্র শফিকুল ইসলাম রুহিন বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআন (হাফেজ) শিক্ষা করে। পরে সে খান্দুরা আলীয়া মাদ্রাসা থেকে জেডিসি পাস করে। আলীয়া মাদ্রাসায় পড়ার সময় পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার গারাউক গ্রামের ফরিদ মিয়ার মেয়ের সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে জ্বাল জন্ম নিবন্ধন সৃষ্টি করে ওই মেয়েকে কোর্ট মেরেজ করে। বিষয়টি জানতে পেরে মেয়ের পিতার সাথে আলোচনাক্রমে ২ লাখ টাকার মাধ্যমে বিষয়টি আপোষে নিষ্পত্তি করি। কিছুদিন পর পারিবারিকভাবে অপর এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রুহিন তার বিবাহিত স্ত্রীকে বাড়ি রেখে সকলের অমতে গারাউক গ্রামের ফরিদ মিয়ার মেয়েকে পুনরায় কোর্ট মেরেজ করে। ফলে দ্বিতীয় বিয়ের মেয়েকে দেড় লাখ টাকা প্রদানের মাধ্যমে তালাক কার্য সম্পাদন করা হয়।
এফিডেভিটে মোঃ সাইফুল ইসলাম আরো উল্লেখ করেন, ইদানিং তার পুত্র শফিকুল ইসলাম রুহিন বাবা-মা-বোনকে মারধর ও হত্যার হুমকী দিয়ে আসছে। সে এলাকার বখাটেদের সাথে ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। যে কারণে সামাজিক ভাবে তিনিসহ পরিবারের লোকজন অনেক লাঞ্ছনা বঞ্ছনার শিকার হচ্ছেন। এমতাবস্থায় পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি এফিডেভিটের মাধ্যমে তার পুত্র মোঃ শফিকুল ইসলাম রুহিনকে ত্যাজ্যপুত্র ঘোষনা করেন। এখন থেকে তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে রুহিন বঞ্চিত হবে। রুহিনের সাথে কেউ লেনদেনসহ কোন ধরনের কার্য সম্পাদন করলে এর দায়দায়িত্বও সাইফুল ইসলাম বহন করবেন না।