আজিজুল ইসলাম সজীব ॥ ১ মাদক ব্যবসায়ীকে আটকের পর উদ্ধার হওয়া গাঁজার পরিমাণে কম উল্লেখ করায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজির মিয়াকে ভৎসনা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে যাতে এমন ভুল না করেন সেজন্য মৌখিকভাবে সতর্কও করা দেয়া হয়। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শহরের সুলতান মাহমুদপুর এলাকা থেকে জজ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ২শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে তিনি আটককৃতের নিকট থেকে অবৈধ ফায়দা হাসিলের চেষ্টা করে ব্যার্থ হয়ে ২শ গ্রামের স্থলে এজাহারে তিনি লিখেন ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি খালেদুজ্জামানের নজরে এলে নজির মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ভুলবশত লিখেছেন। এ জন্য ডিডি তাকে ভৎসনা করে সতর্ক করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিডি খালেদুজ্জামান।