স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সহকারী পরিচালক মুহাম্মদ খালেদুল করিম এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইন্সপেক্টর নজীব আলীর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম সদর থানার সুলতানপুর এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর জজ আলী (৪৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কিলো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন অভযানে বানিয়াচং এর আলিমউল্লাহ এলাকায় গাঁজা সেবনের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।