স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শায়েস্তাগঞ্জ টু মহাখালী ঢাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি ও নন এসি সার্ভিসের বাস গতকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নবীগঞ্জ মায়া ট্রাভেলস সামনে উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় তিনি বলেন, ‘বাস ভালো। তাই সেবার মানও ভালো করতে হবে। তাহলে যাত্রীর এ বাসে স্বাচ্ছন্দে বেশি চলাচল করবে। যাত্রীদের চাহিদা থাকলে এ সড়কে বাস সার্ভিস আরো বাড়ানো হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, আব্দুল খালিক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক ফারুক মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, যুবলীগ নেতা শংকর পাল, দীপন ধর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী, মহিনুর রহমান ওহি, রাসেল শরীফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আনুষ্ঠানিকভাবে এ রুটে আজ ৮টায় এর প্রথম যাত্রা শুরু করবে নবীগঞ্জ থেকে মহাখালী। প্রতিদিন ৫ টি বাস এবং ঢাকা মহাখালী থেকে নবীগঞ্জ আসবে। নবীগঞ্জ কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত জুয়েল রহমান জানান, সকাল ৬ টা ও রাত ৯ টায় ওসি বাস নবীগঞ্জ থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ সার্ভিসে জনপ্রতি যাওয়া-আসা একবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি ৫শ’ টাকা। ননএসি ৪’শ টাকা। নবীগঞ্জ থেকে ঢাকা যেতে ও সেখান থেকে নবীগঞ্জ আসতে প্রায় ৫ ঘন্টা সময় লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।