নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসকুদ মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে নিজ ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। মাসকুদ মিয়া ওই গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাসকুদ মিয়া প্রতিদিনের ন্যায় দুপুরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খাওয়া ধাওয়া করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিচ্ছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে তার বসতঘরে গিয়ে তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বসতঘরের বিপরীতে থাকা বাংলাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসকুদ মিয়ার লাশ মৃত অবস্থায় উদ্ধার করে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে মাসকুদ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।