সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

বানিয়াচঙ্গের পুকড়ায় হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নে হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাদিপক্ষের লোকজন ঘটনার পর থেকে এ পর্যন্ত আসামি ও তাদের আত্মীয় পরিজনের পুরুষশূণ্য বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এমনকি গ্রামে যেতে না পারায় চাষাবাদও করতে পারছে না তারা। বাদিপক্ষের লোকজনের এমন নারকীয় তান্ডবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ওই গ্রাম পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ২৯ আগস্ট প্রতিপক্ষের হামলায় মাজত মিয়ার পুত্র ইউনুস মিয়া (২২) নামে এক যুবক নিহত হন এবং আরও ৭ জন আহত হন। জানা যায়, ওই গ্রামের মাজত মিয়া ও হাবিব-মন্না গংদের মাঝে সমিতির টাকার হিসাব নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন উল্লেখিতরাসহ তাদের দলবলের মাঝে সংঘর্ষ হয়। এতে ইউনুস মিয়া নিহত হয়। এ ঘটনায় নিহতদের পিতা মাজত মিয়া বাদী হয়ে ৩২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩১ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এরপর থেকে অদ্যাবদি তারা কারাগারেই আছেন। আসামী পরে বুদ্দি বেগম, জলিকা বেগম, ফুলবাহার, আলেয়া বেগম, সাহেদা, পরশি বেগমসহ বেশ কয়েকজন নারী অভিযোগ করেন যে তাদের স্ত্রী সন্তানসহ কাউকেই তাদের বাড়ি ঘরে প্রবেশ করতে দিচ্ছে না নিহতের পরিবারের লোকজন।
তারা আরও জানান, বাদি পক্ষের লোকজন তাদের ঘরে থাকা গরু, বাছুর, ধান, চাউলসহ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া মাছ ধরা ২০টি নৌকাও লুট করে নিয়ে যায়। তারা বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার ও বর্তমান চেয়ারম্যানকেও অবহিত করেছেন। এ বিষয়ে নিহত ইউনুস মিয়ার পিতা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, ঘটনার পর পর আসামিরা কারাগারে যাওয়ায় মামলার বাদি মাজত মিয়া গ্রামের কাউকে ওই হাটিতে প্রবেশ করতে দেয় না। এ ব্যাপারে ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তারা বিষয়টি আমাকে অবহিত করেছে। আমি আসামিপক্ষের লোকজনসহ নারীদের বাড়িতে প্রবেশের বিষয়ে বাদির সাথে কথা বলি। কিন্তু মামলার বাদি মাজত মিয়া এ বিষয়ে সুষ্টু কোনো জবাব না দেওয়ায় আসামি পক্ষের কেউ বাড়ি ঘরে প্রবেশ করতে পারছে না। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com