প্রেস বিজ্ঞপ্তি ॥ গণফোরামের সকল পদ থেকে পদত্যাগ করেছেন আবুল হোসেন জীবন। তিনি ২৩ সেপ্টেম্বর ২০২১ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ্য করেন আমাকে আপনার দলের কেন্দ্রীয় কমিটি, যুক্তরাজ্য আহ্বায়ক কমিটি ও নবীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক এর সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার রাজনৈতিক অভিভাবক ড. রেজা কিবরিয়ার স্যারের দিকনির্দেশনায় আমি এতদিন গণফোরামে সাধ্যমত কাজ করেছি বর্তমানে ব্যক্তিগত কারণে আমার পক্ষে দলের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে আমি দলের সবপদ থেকে পদত্যাগ করছি। মিডিয়াতে পাঠানো প্রেস-বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করেন গণফোরামে কাজ করার সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।