স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক এমএ হাকিম জাতীয় দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পত্রিকাটির সম্পাদক মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়। সাংবাদিক এমএ হাকিম দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল সাংবাদিক সহকর্মীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।