স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য নুরপুর গ্রামে এক বসত বাড়ির টয়লেটের ময়লাযুক্ত পানি সরকারি পাকা রাস্তায় পড়ে কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে জনসাধারণ চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়েছে। গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক মিয়া। সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নুরপুর গ্রামের মীর আনোয়ার আলী, মীর সবুজ মিয়া, মীর সামছু মিয়ার বসত ঘরের টয়লেটের পানি ও ময়লা আর্বজনা সরকারি রাস্তায় পড়ার কারনে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করেন। রাস্তায় ময়লা আবর্জনার দূর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক মিয়া বলেন, উল্লেখিত ব্যক্তিদের বার বার তাগাদ দেওয়ার পরও তারা আমার কথার কোন কর্ণপাত করেনি। যে কারনে রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।