স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার দুপুরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা এক মহিলা মারা গেছেন। গত ১৯ সেপ্টেম্বর কালাউক এলাকার রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল দুপুরে ওই মহিলা মারা যায়। গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।