স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে শিয়ালদাড়িয়ায় এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপস্থিত জনসাধারণ মোঃ ছানু মিয়াকে চেয়ারম্যান পদে সমর্থন প্রদান করেন এবং সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। বিশিষ্ট মুরুব্বি মোঃ নুর আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য বাবুল মিয়া ও সালেহ আহমেদ বারিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্টি মুরুবি শাহ আলম সরদার, আশ্রাব আলী, হাজী আব্দুল হেকিম, মোঃ আতর আলী, মোঃ পেরা মিয়া, মোঃ আব্দুস সহিদ, ইজ্জত আলী, জনাব আলী, মোঃ মহিউদ্দিন, মুহিত মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ মজিদ মিয়া, মোঃ মাসুক মিয়া, মোঃ মন্তাজ আলী, মতলিব মিয়া, আব্দুল মালেক, মোঃ ইদ্রিছ আলী, জিনেস গোপ, মোঃ চান মিয়া, মোঃ আলী আলী হায়দর, মোঃ ছায়েদ আলী। মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়া বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভালবাসায় আজ অবিভূহিত হলাম। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য আপনাদের উপস্থিতি আর্শিবাদ স্বরূপ। আমি এই ঋণ কোন দিন শোধ করতে পারব না। তবে আজীবন আপনাদের সেবা করে যাব।