শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবন ও ২ টি প্রাথমিক বিদ্যালয় ভবনের প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে কাজে নির্মানাধীন ভবনের শুভ উদ্বোধন করেন আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় কাকাইলছেও ইউনিয়নের শাহানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত নতুন ভবনের উদ্বোধন শেষে বিকাল ২ টা নব নির্মিত কাকাইলছেও ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভুইয়া, ইউপি সদস্য বাবুল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভাটিঁ বাংলার অহংকার আলহাজ্ব আব্দুল মজিদ খাঁন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবা উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সীমা রাণী সরকার, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার। এতে বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, উপজেলা যুবলীগের আহব্বায়ক বাবলু রায়, যুগ্ম আহব্বায়ক তোফায়েল ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারুল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল অনিক, কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান জীবন, আমির হোসেন, ইউপি সদস্য লাল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি বলেন, শেখ হাসিনার সরকার প্রতিটি উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় গ্রাম গঞ্জে রাস্তাঘাট স্কুল কলেজ শিক্ষা চিকিৎসা বিদ্যুৎতের উন্নয়নের দেশ আজ রোল মডেল, আমি দিনরাত পরিশ্রম করে এলাকার উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমাকে উন্নয়নের কথা বলতে হবেনা আমি জানি কোন এলাকায় উন্নয়নের কাজ করতে হবে, আপনারা আমাকে সহযোগিতা ও দোয়া করবেন।