মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে হাওরের ভাসমান পানি থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বানিয়াচং উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের রতœা নদীর পাশে টেটোয়ার খালের পানি থেকে ভাসমান অবস্থায় অর্ধ-গলিত লাশটি উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় থানা পুলিশ লাশ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসে। বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, লাশের গায়ে পচন ধরার কারনে লাশটি কোন নারী নাকি পুরুষ সনাক্ত করা যাচ্ছেনা। বয়সও সনাক্ত করা যাচ্ছেনা। থানা পুলিশ ধারনা করতেছে দশ থেকে বারো দিন পূর্বে লোকটি মারা গেছে অথবা হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। লাশের গায়ে পচন ধরার কারনে পরিচয় মেলানো যাচ্ছেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।