স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম ইউকে এর উদ্যোগে হবিগঞ্জের যন্ত্রশিল্পীদের মাঝে ৩য় ধাপে নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শংকর সিটির কনফারেন্স হলে বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম ইউকে এর উপদেষ্ঠা এমদাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও গীতিকার হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ বাউল কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক মঞ্জু শাহ, সাংগঠনিক সম্পাদক ইদু শাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাউল শিল্পী জহিরুল ইসলাম (জহির পাগলা), আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াহেদ।
বক্তব্য রাখেন, ওস্তাদ সুনা মিয়া, বাউল রিন্টু সুত্রধর, বাউল বিরহী রাজু, বাউল উজ্জল সরকার, বাবুল শিল্পী শান্তা ইসলাম, যন্ত্রশিল্পী রুবেল, সুদিব সরকার, টেনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন আলী আহমেদ। বাবুল কল্যাণ ফোরাম ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিনের সহায়তায় হবিগঞ্জের বাউল শিল্পী ও যন্ত্রশিল্পীদের ইতিপূর্বে দু’দফা আর্তিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল তৃতীয় দফায় যন্ত্র শিল্পীদের অর্থ সহায়তা প্রদান করা হয়।