আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ভারত থেকে অবৈধ ভাবে দেশে প্রবেশের অপরাধে মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে। গতকাল সোমবার দুপুরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যর তাদের আটক করে।
আটককৃতরা হল- জামালপুর জেলার ইসলামপুর থানার তরখা গ্রামের সামসুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কবুতর পাড়ার মজনু মিয়ার ছেলে আল আমিন (৩৫)। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই দুই যুবক ৭ মাস পূর্বে চাকরির আশায় ভারতে গিয়েছিল। সেখানে রোজি রোজগারের সুবিধা করতে না পেরে দেশে চলে আসার সময় ৫৫ ব্যাটালিয়ানের তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ মহসিন তাদের আটক করে।