স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর সকালে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত্ চৌধুরী জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোহাম্মদ কাউসার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল রাসেল, কোষাধক্ষ্য খলিলুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির খান, বৃন্দাবন সরকারি কলেজ কমিটির সভাপতি সিয়ামুল ছুরত প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, আবু বক্কর, এনায়েত হাসান, শাহানুর, রিয়াদ, এলিসা, মামুন, নাহিদ, জিয়া প্রমূখ।