স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে গতকাল শনিবার দুপুর ১টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সিট ভেঙে পড়ে জুয়েল মিয়া (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় অন্য রোগীদের মাঝে আতংক বিরাজ করছে। সে সদর উপজেলার গদাইনগর গ্রামের আব্দুল হাই’র পুত্র ও হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সকালে বুকে ব্যাথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। হঠাৎ সে সিট ভেঙে নিচে পড়ে যায়। এতে তার শরীর থেকে অনেক রক্ত ঝড়ে। কিন্তু নিচে পড়ে চিৎকার করলেও নার্স কিংবা ওয়ার্ড বয় তাকে সহায়তায় এগিয়ে আসেনি। পরে রোগীরা তাকে উদ্ধার করে। কিন্তু হাসপাতালের নার্স ও আয়াদের উপর অভিমান করে চিকিৎসা না নিয়েই সে চলে যায়। যাবার সময় এ প্রতিনিধির সাথে দেখা হলে সে এ তথ্য জানায়।