স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুরে পিতা-পুত্রকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে মালমাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আহতরা হচ্ছেন-মিনহাজ মিয়া (৫০) ও তার ছেলে ছায়েম মিয়া (১৮)। তাদের বাড়ি পার্শ্ববর্তী শরীফাবাদ গ্রামে। গত সোমবার দিবাগত গভীর রাতে নছরতপুর রেলগেইট সংলগ্ন তাদের বাসায় এ ঘটনাটি ঘটেছে। আহতরা জানান-ওই রাতে মুখোশধারী ১০/১২ জনের একদল দুর্বৃত্ত বাসার গেইট ভেঙ্গে ঘরে ঢুকে তাদেরকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ঘর থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।