স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় ব্রাক ব্যাংকের জেনারেটর বিষাক্ত ধোয়ায় ৫ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থ্য সকলই ওই ব্যাংকে কর্মরত। ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপকালে তিনি জানান, গতকাল বৃহস্পতিবার তাদের মূল জেনারেটরটি লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় বিদ্যুৎ না থাকায় তারা একটি জেনারেটর ভাড়া নিয়ে আসেন। রাত ৯টার দিকে তার বের হওয়ার সময় জেনারেটরের বিষাক্ত ধোয়ায় তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।
অসুস্থরা হলেন- ব্যাংকের স্টাফ কাজল মিয়া, তার স্ত্রী রোজিনা, শাকিল মিয়া, সাজু মিয়া।