স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নোয়াবাদ থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুজন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে সদর মডেল থানার এএসআই ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ নোয়াবাদ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকের মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল বৃহস্পতিবার সুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।