চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১০ লাখ টাকা চাঁদা দাবী করায় দুই লোকের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেছেন একটা ভবন মালিক। গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জের সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল-২) আদালতে মামলাটি দায়ের করেছেন মোহাম্মদ আলী বাবুল। উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র বাবুল মিয়া দায়েরকৃত মামলার বিবরনের জানা যায়, ২০১৪ সালে তিনি আসামপাড়া বাজারে একটি মার্কেট নির্মাণের উদ্যোগ নেন। তিনি ২০১৬ সালে ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা হতে ওই মার্কেট বন্ধক রেখে ১০ বছর মেয়াদী ৫০ লক্ষ টাকার ঋন গ্রহন করেন। মার্কেটটি সম্পূর্ণ নির্মাণ না হওয়া এবং ভাড়াটিয়া না পাওয়ায় ব্যাংক ঋন পরিশোধ করতে ব্যার্থ হন, এ কারনে ব্যাংক কর্তৃপক্ষ বাবুলের নামে মামলা করে। বাবুল ঋন পরিশোধের জন্য কিছু জমি জনৈক রুবেল আহমেদের কাছে ২ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করে ৫২ লক্ষ টাকা রুবেল আহমেদের কাছ থেকে গ্রহণ করে বায়নামা দলিল সম্পাদন করে দেন। এরপর উক্ত টাকা দিয়ে মার্কেট নির্মান শুরু করেন। মার্কেট নির্মাণ চলমান থাকা অবস্থায় একই গ্রামের হাজ্বী সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও মোঃ কুতুক খানের পুত্র রাসেল মিয়া বাবুলের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ৩দিনের মধ্যে ১০ লক্ষ টাকা না দিলে বাবুলকে খুন করে খোয়াই নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। হুমকি প্রদানের পরে থেকে বাবুল চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।