আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌর সভার শ্যামলিপাড়া আবাসিক এলাকায় “পৌরসভার অনুমোদিত নক্শা বহির্ভুত ইমারত নির্মাণ কাজ বন্ধকরণ ও অপসারণ করতে সুশান্ত পাল নামে এক ব্যাক্তিকে নোটিশ করেছে পৌর কর্তৃপক্ষ। গত ৮ সেপ্টেম্বর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম এ নোটিশ প্রেরন করেন। নোটিশে জানা যায় সুশান্ত পাল কোন জায়গা না ছেড়ে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ইমারত আইন ১৯৫২ ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থী। অবিলম্বে নির্মান কাজ বন্ধ করতে ও নকশা বর্হিভূত অংশ ভেঙ্গে ফেলে অপসারন করার জন্য নোটিশ করা হয়। স্থানীয় বাসিন্দা স্বপন রায় জানান, সুশান্ত পাল পুলিশে চাকুরি করে, সুশান্ত পাল তার বাসার পাশে ভবন করছে। তার বাসা থেকে ১৫ ইঞ্চি জায়গা ছাড়লেও এখন সুশান্ত পাল সেই জায়গাও দখল করতে চাইছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ সহ একাধিকবার বসা হয়। আমরা প্রতিবাদ করলে ভয় দেখায়। সুশান্ত পাল জানান, আমরা চাকুজিবী মানুষ আমরা অন্যায় করতে পারি না। উভয় পক্ষের সাথে দুই বার বসা হয়েছে। শালিসে যে রায় হয়েছে স্বপন রায় ও রিমন বণিক মানতে চাইছে না। একটি গেইট নিয়ে নোটিশ করা হয়। গেইটি ভেঙ্গে যে ভাবে করার নিয়ম রয়েছে সে ভাবে করা হবে। মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম জানান, ভবন টা পরিদর্শন করি। এতে দেখলাম যে ভবনটা কিছুটা নকশা বর্হিভূত কাজ করা হয়েছে। তাকে নোটিশ দিয়ে এটি বন্ধ রাখতে বলেছি। নোটিশ না মেনে কাজ করলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।