আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের গোলাপ খার ছেলে ইমরান খা (৩০) এবং একই গ্রামের সুররহমানের ছেলে সোহেল খা (২৬)। গত সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সামস ই তাব্রিজ একদল পুলিশ নিয়ে নোয়াপাড়া রেল ষ্টেশন সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে মাধবপুর-ছাতিয়াইন-ফান্দাউক সড়ক সহ বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগ রয়েছে।