প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় মেজর জেনারেল এম এ রব গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় মেজর জেনারেল এম.এ রব বীর উত্তম গ্রন্থাগার ও যাদুঘরে এক জরুরী সভায় তাকে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি পূবালী ব্যাংকের এ.জি.এম শেখ বদর উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ কিম্মত আলী, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, প্রচার সম্পাদক মোঃ আঃ হাই, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান চৌধুরী টিটু, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ শফী উদ্দিন, সাহিত্য গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের গীতিকার মোঃ কদ্দুছ আলী মনোহর, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব খাইরুল আলম চৌধুরী, সদস্য ইফতেখার তরফদার তারেক প্রমুখ। সভা শুরুতেই সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটিতে সদস্যপদ লাভ করায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং এম.এ ওয়াহিদ সম্পাদিত মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম.এ রব বীরউত্তম এর ওপর গবেষণামূলক স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের দিন তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া অত্যন্ত জাকজমকপূর্ণ করার জন্য আগামী ২রা অক্টোবর শনিবার পরবর্তী প্রস্তুতিমূলক সভার আহবান করা হয়।