স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার পুলিশ সুপারের কাছে অভিযোগটি দায়ের করেন মো. সামছুজ্জামান চৌধুরী জাকির নামে এক প্রবাসী। এতে তিনি এলাকার যুব সমাজকে রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই উপজেলার বনগাঁও গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আলী হোসেন ও গেদাই মিয়া ওরফে হৃদয় খান কয়েক বছর ধরে এলাকায় ইয়াবাসহ নেশাজাতীয় দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছেন। এতে এলাকার উঠতি বয়সী যুবকরা বিপথগামী হচ্ছে। ইতিপূর্বে আলী হোসেন ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে আটক হয়ে কারাবরণ করেছে। প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করাসহ মামলা মোকদ্দমা দেয়া হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপারের নিকট অভিযোগটি দায়ের করা হয়েছে। সামছুজ্জামান চৌধুরীর পক্ষে অভিযোগটি দায়ের করেন তার বোন এস নাহার চৌধুরী।