শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বাহুবল হাসপাতালে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানে কাটলো অক্সিজেন সিলিন্ডারের সংকট

  • আপডেট টাইম শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদানে আপাতত অক্সিজেন সিলিন্ডারের সংকট কেটেছে। এ পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সিলিন্ডার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩টিতে। এতে স্বস্তি ফিরেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা প্রত্যাশীদের মাঝে। করোনা সংক্রমণ বৃদ্ধির সময়গুলোতে আক্রান্ত রোগিদের অক্সিজেন সরবরাহে হিমশিম খেতে হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে করোনা প্রকোপের শুরুতে অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ শূন্যের কোটায় থাকলেও এখন রয়েছে মোট ৫৩টি। এর মাঝে ৫১টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্টেটর। ৫১টি মধ্যে সরকারিভাবে প্রদান করা হয়েছে ৩৯টি অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও ফিনলে টি এস্টেট ৫টি, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র ব্যক্তি উদ্যোগে ২টি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ২টি, বাহুবল প্রবাসি কল্যাণ পরিষদ ২টি ও বাহুবল পল্লী সঞ্চয়ী ব্যাংক ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। তাছাড়া ২টি অক্সিজেন কনসেন্টেটর প্রদান করেছে সেভরন কোম্পানী। এদিকে গত বুধবার (০৮ সেপ্টেম্বর) বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়া সিংহা, আওয়ামীলীগ নেতা আয়াত আলী প্রমুখ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল দাশ বলেন, করোনা প্রকোপের শুরুতে অক্সিজেন সিলিন্ডারের শূন্যতায় ভুগলেও এখন আর কোন ধরণের সংকট নেই। চাহিদার চেয়ে বেশি অক্সিজেন সিলিন্ডার থাকায় আমরা নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com