রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

বানিয়াচঙ্গে কর্মকর্তাদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি’র সঞ্চালনায় বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন জাফর ইকবাল, খাদ্য কর্মকর্তা খবীর উদ্দিন, বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মামুন মোল্লা প্রমুখ। নবাগত ইউএনও পদ্মাসন সিংহ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের সেবা করে যেতে হবে, সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে, বানিয়াচংয়ে কোন মানুষ যেন বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে বিমুখ না হন, সবাইকে সতর্ক দৃষ্টি রেখে কাজ করে যেতে হবে। হাওরাঞ্চলের সহজ সরল মানুষজন অনেক দূর দূরান্ত থেকে তাদের প্রয়োজনের জন্য আপনাদের এখানে আসেন, ধৈর্য্যরে সাথে সেবা গ্রহীতার সমস্যাগুলো শুনে সমাধান দেয়ার চেষ্টা করতে হবে। সকল প্রকার ভাতাভোগী মানুষজন যেন যথা সময়ে তাদের ভাতা পেয়ে যান, এক্ষেত্রে কোন ভাতাভোগী যেন কোন প্রকার হয়রানীর শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন সজাগ দৃষ্টি রাখবেন। বানিয়াচংয়ের শিক্ষার হারকে আরো সামনে এগিয়ে নেয়ার জন্য সকলে মিলে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে একটি সুন্দর পরিবেশে কাজ করা সম্ভব। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের জন্য আমার দপ্তর সব সময় উন্মুক্ত থাকবে, আপনারা যখন যে সময় কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হবে আমার কাছে যাবেন। আমি চাই আপনাদের সাথে নিয়ে প্রতিটি দপ্তরের কাজ নিখুতভাবে সম্পন্ন করতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com