বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের অভিযানে ২ পলাতক আসামি আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার কাজিহাটা গ্রামের মৃত মহিব উল্লার পুত্র জমত আলী (৫০) ও তিতারকোণা গ্রামের জমির উদ্দিনের পুত্র ফয়সল মিয়া (৩০)।
আটকের বিষয় নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান। তিনি জানান, আটককৃত ২ ব্যক্তিকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।