ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে দোকানঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অগ্নিকা-ের ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবিদ মিয়া। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে এঘটনা ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবিদ মিয়ার বসত ঘরের পার্শ্ববর্তী তার মুদি মালের দোকান ও গোয়ালঘর অবস্থিত। প্রতিদিনের ন্যায় দোকানঘর ও গোয়ালঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েন আবিদ মিয়া ও তার পরিবারের লোকজন। হঠাৎ দাউ দাউ করে দোকানঘর ও গোয়ালঘরে আগুন জ্বলতে থাকে। তাৎক্ষণিক পরিবারের লোকজন ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা ৫টি গরুর মধ্যে ১টি গরু ও দোকান ঘরে থাকা মুদি দোকানের মালামাল আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অপর ১টি গরু আগুনে জ্বলসে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবিদ মিয়া। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, এঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।