স্টাফ রিপোর্ট ॥ বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বলেছেন, কিশোর-কিশোরী ক্লাবগুলো আগামী প্রজন্মকে মননশীল মানুষ হিসাবে তৈরী করতে মুখ্য ভূমিকা পালন করবে। তাই ওই ক্লাবগুলোতে কর্মরত জেন্ডার প্রমোটার ও সংগীত শিক্ষক এবং আবৃত্তি শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হল এই কিশোর-কিশোরী ক্লাব। তাই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। গতকাল বানিয়াচং উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিমিয় সভায় তিনি উপলক্ষ্যে কথা গুলো বলেন। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলার সুপারভাইজার সৈয়দ মিলন মিয়া, অফিস সহকারী হাসান মিয়া, উপজেলায় কর্মরত জেন্ডার প্রেমোটার হেপী আক্তার, মোঃ কাউছার আহমেদ, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, সংগীত শিক্ষক মখলিছ মিয়া, বাসু দেব, প্রদীপ কুমার আচার্য্য, আবৃত্তি শিক্ষক নাহিদা খান সুর্মি, নুসরাত জাহান লোবা প্রমূখ। সভায় জেন্ডার প্রমোটার ও শিক্ষক এবং আবৃত্তি শিক্ষকরা ক্লাব গুলোকে আরো গতিশীল করার জন্য আন্তরিকতা সাথে কাজ করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে উপজেলায় কর্মরত ৩ জন জেন্ডার প্রেমোটারকে তাদের কর্মস্থল নির্ধারণ করে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। একই সাথে তাদের সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নিদের্শনা প্রদান করেন।
জেন্ডার প্রেমোটারদের কর্মস্থল হল- ১ থেকে ৫ নং ইউনিয়নে হেপী আক্তার, ৬ থেকে ১০ নং ইউনিয়নে মোঃ কাউছার আহমেদ এবং ১১ থেকে ১৫ নং ইউনিয়নে হাবিবুর রহমান চৌধুরী।