বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বানিয়াচং উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন মেম্বোর (৭২) আর নেই। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় অসুস্থজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ মুজিবুল হোসেন মারুফ, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন ফারুক ও অ্যাডভোকেট সামিউল আহমেদ খান। জানাযার নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মকবুল হোসেন মেম্বারের মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ পঞ্চায়েত ব্যক্তিত্বকে হারালো।