স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনির পত্রিকার বার্তা সম্পাদক মো. সাইফুর রহমান তারেক জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দৈনিক নয়া শতাব্দী পত্রিকার সম্পাদক নাঈম সালেহীন এক পত্রে তাকে এ নিয়োগ প্রদান করেন। তারেক দীর্ঘদিন ধরে অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস ও দৈনিক সিলেট মিরর পত্রিকা এবং এনটিভি ইউরোপের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়াপ্রার্থী।